সুন্দরবনে ঘূর্ণিঝড় বুলবুলে বন বিভাগের ক্যাম্প, কাঠের পন্টুন, জেটি, ওয়াকওয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে পর্যটকদের প্রবেশ ‘আপাতত’ বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার এ সংক্রান্ত নির্দেশ দিয়েছে বন বিভাগ।
খুলনা অঞ্চলের বন সংরক্ষক মঈন উদ্দিন খান জানান, ঘূর্ণিঝড়ে বন বিভাগের কিছু ক্যাম্প, কাঠের পন্টুন, জেটি, ওয়াকওয়ে ক্ষতিগ্রস্থ হয়েছে। কিছু গাছ ভেঙেছে। তবে বন্য প্রাণীর মৃত্যুর খবর পাওয়া যায়নি।
তিনি আরও জানান, ক্ষয়ক্ষতি নিরূপনে বন বিভাগের ৬৩টি ক্যাম্পের কর্মকর্তা-কর্মচারীরা কাজ শুরু করেছেন। এ অবস্থায় সুন্দরবনে আপাতত পর্যটকদের প্রবেশে অনুমতি দেয়া হবে না।
আজকের বাজার/এমএইচ