সুন্দরবনে ‘বন্দুযুদ্ধে’  ৪ বনদস্যু নিহত

বাগেরহাট জেলার মংলা উপজেলার সুন্দরবনের জংরাখালে বুধবার ভোর রাতে কথিত ‘বন্দুকযুদ্ধে’ চার ব্যক্তির নিহতের কথা জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)।

নিহতদের বনদস্যু দলের সদস্য দাবি করলেও তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয়সহ বিস্তারিত তথ্য জানাতে পারেনি আইনশৃঙ্খালা বাহিনীটি।

র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে র‌্যাব অভিযানে যায়। উপস্থিতি টেরে পেয়ে ‘বনদস্যু হাসান বাহিনীর সদস্যরা’ র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়লে র‌্যাবও পাল্টা গুলি ছুড়ে। এক পর্যায় বনদস্যু সদস্যরা পিছু হটে।

পরে র‌্যাব ওই এলাকায় তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে হাসান বাহিনীর চার দস্যুর মরদেহ ও বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধারের করেন বলে জানান তিনি।

আজকের বাজার/এমএইচ