সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ থেকে ২ জন হরিণ শিকারিকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৩টি হরিণ, ৩টি একনালা বন্দুক ও ১ নৌকা জব্দ করা হয়।
সোমবার (৯ জুলাই) ভোর রাতে সুন্দরবনের চুনকুড়ি নদী সংলগ্ন দোবেকী নামক স্থান থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, শ্যামনগর উপজেলার কদমতলা গ্রামের ইমান গাজীর ছেলে মঞ্জু গাজী ও পাতাখালি গ্রামের আমজাদ গাজীর ছেলে মহিবুল্লাহ গাজী।
শ্যামনগর থানার ওসি সৈয়দ আব্দুল মান্নান জানান, সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের গহীনে বনদস্যু জাকির বাহিনীর সদস্যরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টহল দল সেখানে অভিযান চালায়।
এ সময় সেখান থেকে তিনটি জবাই করা হরিণ, তিনটি একনালা বন্দুক ও একটি নৌকাসহ দুই চোরাশিকারীকে আটক করা হয়।
তিনি আরও জানান, আটক দুই ব্যক্তির নামে শ্যামনগর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আজকের বাজার/একেএ