গুগল সিইও সুন্দর পিচাইয়ের বিকল্প চাইছে গুগল। এ রকমই অবাক করে দেওয়া পোস্ট দেখা গেল লিঙ্কডইন ওয়েবসাইটে, তাও আবার গুগলের পেজ থেকে। গুগলের মতো নামি সংস্থার সিইও হওয়ার ইচ্ছেতে লক্ষ লক্ষ লিঙ্কডইন ব্যবহারকারী সেই পদে আবেদনও করে ফেলেছেন।
গুগলে সুন্দর পিচাইয়ের বিকল্পের জন্য পোস্টটি অবাক করে দেওয়ার মতো হলেও আদতে সেরকম কিছু ঘটছে না। পরে লিঙ্কডইনের তরফ থেকে জানান হয়েছে এটি একটি সিকিওরিটি বাগ। সম্প্রতি এই বাগের কারণেই ভুয়ো চাকরির জন্য পোস্ট হচ্ছে বড় বড় নামি সংস্থাগুলির পেজ থেকে। শুধু লিঙ্কডইনে সংস্থার পেজগুলিতেই নয়, গুগলের জব সার্চের লিস্টেও এই রকম ফেক পোস্ট দেখা গিয়েছে।
আজকের বাজার/লুৎফর রহমান