‘সুপারহিরো’ টিম যখন হেলিকপ্টারে

কালো পোশাক। পাশাপাশি বসে আছেন হেলিকপ্টারের। হাস্যোজ্জ্বল শাকিব ও বুবলী ক্যামেরায় পোজ দিতে ব্যস্ত। এমনই একটি স্থিরচিত্র সোমবার সামাজিক জগাজগ মাধ্যমে প্রকাশ করেছেন চিত্রনায়িকা শবনম বুবলী।

ছবিটি দেখে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসতে পারে একসঙ্গে হেলিকপ্টারে চড়ে কোথায় যাচ্ছেন তারা? আসলে স্থিরচিত্রটি এই জুটির নতুন ছবি ‘সুপারহিরো’র শুটিংয়ের সময় তোলা। স্থিরচিত্রটির ক্যাপশনে বুবলী লিখেছেন, ‘সুপারহিরো’ টিম যখন হেলিকপ্টারে।

জানা গেছে,  সম্প্রতি চট্টগ্রামে শুরু হয়েছে ছবিটির শুটিং। এর আগে অস্ট্রেলিয়ায় একই ছবির শ্যুটিংয়ে অংশ নিয়েছিলেন আলোচিত শাকিব-বুবলী জুটি। ছবিটিতে শাকিব-বুবলীর পাশাপাশি আরো রয়েছেন তারিক আনাম খান, সিন্ডি রোলিং, টাইগার রবি প্রমুখ। প্রযোজনা করছে হার্টবিট প্রডাকশন।

এস/