দ্বাদশ ওয়ানডে বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন ইংল্যান্ড। সুপার ওভারে নিউজিল্যান্ডকে হারায় ইংলিশরা। তবে সুপার ওভারও টাই হলে বাউন্ডারি বিবেচনায় কিউইদের হারিয়ে প্রথমবারের মত বিশ্বকাপ শিরাপা ঘরে তুললো স্বাগতিক ইংল্যঠহু।
লর্ডসের ফাইনালে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ২৪১ রান করে নিউজিল্যান্ড। জবাবে ৫০ ওভারে সবক’টি উইকেট হারিয়ে ২৪১ রান করে ইংল্যান্ড। ফলে ম্যাচটি টাই হয়। তাই শিরোপা নির্ধারনের জন্য ম্যাচটি সুপার ওভারে গড়ায়। সেখানেও টাই হয়। তবে নিয়মনুযায়ী সুপার ওভার টাই হওয়াতে, সবচেয়ে বেশি বাউন্ডারি-ওভার বাউন্ডারি করা দল শিরোপা জিতে নিবে। সেক্ষেত্রে শিরোপা জিতে নিলো ইংল্যান্ড।
আজকের বাজার/লুৎফর রহমান