রাজধানীর বনানীতে সুপার শপ স্বপ্ন’র একটি শাখাকে ১০ লাখ টাকা জরিমানা করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ভ্রাম্যমান আদালত।
রোববার (২০) দুপুরে অতিরিক্ত মূল্য, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও অস্বাস্থ্যকর পরিবেশের দায়ে স্বপ্ন’কে এ জরিমানা করা হয়।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম জানান, অতিরিক্ত মূল্য, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও অস্বাস্থ্যকর পরিবেশের অপরাধ স্বীকার করেছে স্বপ্ন কর্তৃপক্ষ। এসব অনিয়মের দায়ে স্বপ্ন’কে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও জানান, পুরো রমজান মাসজুড়ে এ অভিযান চলবে। ভেজাল ও নকল খাদ্যপণ্য উৎপাদন ও বিপণনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
আজকের বাজার/একেএ