সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি (সুপ্রিমকোর্ট বার) কার্যালয়ে ডিজিটাল ডিসপ্লে ড্যাশবোর্ড স্থাপন করা হয়েছে। সুপ্রিমকোর্ট বার সম্পাদক ব্যারিষ্টার রুহুল কুদ্দুস কাজল জানান, আইনজীবী ও বিচারপ্রার্থীদের উপকারার্থে এ ডিজিটাল ডিসপ্লে বোর্ড স্থাপন করেছেন সুপ্রিমকোর্ট বার।
তিনি বলেন, বিদ্যমান করোনা মহামারিতে স্বাস্থ্যবিধি, সুপ্রিমকোর্ট বার’র গুরুত্বপূর্ণ নোটিশ, বিচারপ্রার্থী জনগন যেন হয়রানির শিকার না হন এ বিষয়ে সতর্ক বার্তা এ ডিজিটাল ডিসপ্লে বোর্ডে প্রচার করা হবে। এছাড়াও নির্দিষ্ট ফি দিয়ে এখানে বিভিন্ন নোটিশ প্রচারে সূযোগ পাবেন আইনজীবীরা। এটি তথ্য-প্রযুক্তি ব্যবহার করে প্রচারণাকে আরো আধুনিকায়নের একটি প্রযুক্তি বলে উল্লেখ করেন কাজল। সমিতির সভাপতির কার্যালয়ের দরজার উপরে এটি স্থাপন করা হয়েছে। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান