আসন্ন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির(সুপ্রিমকোর্ট বার)নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আংশিক প্যানেল ঘোষণা করেছে। সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি ভবনে ল’রিপোর্টার্স ফেরাম(এলআরএফ)কার্যালয়ে সভাপতি ও সম্পাদক পদে প্রার্থীদের নাম ঘোষণা করেন ফোরামের আহবায়ক সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেন।
সভাপতি পদে সুপ্রিমকোর্ট বার-এর সাবেক সভাপতি সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন এবং সম্পাদক পদে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের নাম ঘোষণা করা হয়েছে। নাম ঘোষণার সময় উপস্থিত ছিলেন আইনজীবী ফোরামের সদস্য সচিব এডভোকেট ফজলুর রহমান, ফোরাম নেতা এডভোকেট তৈমুর আলম খন্দকার, সুপ্রিমকোর্ট বার-এর সাবেক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদলসহ বিপুলসংখ্যক আইনজীবী। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান