সুপ্রিম কোর্টের নতুন রেজিস্ট্রার নিয়োগ

বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার জনাব মো. জাকির হোসেন-কে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে রেজিস্ট্রার জেনারেল-এর দায়িত্ব (ভারপ্রাপ্ত) পালনের আদেশ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে হাইকোর্ট।

১৭ অক্টোবর মঙ্গলবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ডেপুটি রেজিস্ট্রার জেমস্ রিচার্ড ক্রুশ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা সম্প্রতি এক মাসের ছুটি নিয়ে অস্ট্রেলিয়ায় গেছেন। তার অবর্তমানে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করছেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আবদুল ওয়াহহাব মিঞা।

আজকের বাজার:এলকে/এলকে ১৭ অক্টোবর ২০১৭