সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ৫৮টি বেঞ্চ পুনর্গঠন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
বুধবার (২০ জুন) প্রধান বিচারপতির নির্দেশনা ও হাইকোর্ট বিভাগের গঠনতন্ত্র অনুযায়ী এসব বেঞ্চ পুনর্গঠন করা হয়।
বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার ব্যারিস্টার মো. সাইফুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, অবকাশকালীন ছুটি শেষে আগামী রবিবার (২৪ জুন) সুপ্রিম কোর্ট খুলছে। সেদিন থেকে পুনর্গঠিত এসব বেঞ্চের বিচারপতিরা তাদের বিচারিক কার্যক্রম পরিচালনা করবেন।
এর আগে গত ২০ জুন হাইকোর্ট বিভাগের ৫৮টি বেঞ্চের তালিকা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। ওই তালিকায় আগামী ২৪ জুন সকাল সাড়ে ১০টা থেকে পুনর্গঠিত বেঞ্চগুলোর বিচারকাজ শুরু করার সময় নির্ধারণ করা হয়।
প্রসঙ্গত, গত ৩ জুন থেকে ২১ জুন পর্যন্ত সাপ্তাহিক ছুটি, সরকারের ঘোষিত ছুটি এবং সুপ্রিম কোর্টের অবকাশ ছিল।
আজকের বাজার/এমএইচ