প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর কনিষ্ট কন্যা শেখ রেহানা সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এডভোকেট সুলতানা কামালের স্বামী সুপ্রিয় চক্রবর্তীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন বাসস’কে জানান, শেখ হাসিনা ও শেখ রেহানা আজ রাতে লন্ডন থেকে ফোনে সুলতানা কামালের সঙ্গে কথা বলেন এবং তাকে শান্ত¦না জানান। তাঁরা প্রয়াতের বিদেহী আত্মার শান্তিও কামনা করেন।
মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক কর্মী সুপ্রিয় চক্রবর্তী গতকাল সন্ধ্যায় রাজধানীর বারডেম হাসপাতালে পরলোকগমন করেন।