ভুটানের কাছে হেরে এসএ গেমসের ফুটবল মিশন শুরু করে দ্বিতীয় ম্যাচেই হোঁচট মালদ্বীপের কাছে। এরপরে স্বর্ণ যেন এক স্বপ্নই হয়ে যায় সম্ভাবনার স্বল্পতায়। ফাইনালের আশা টিকে রাখতে শ্রীলঙ্কাকে হারাতেই হতো।
আজ শুরুর একাদশে বড় এক পরিবর্তন এসেছিল। স্ট্রাইকার নাবীব নেওয়াজ জীবনের জায়গায় খেলেছেন মাহবুবুর রহমান সুফিল। আর সেই পরিবর্তনই শেষ পর্যন্ত আশীর্বাদ হয়ে এসেছে বাংলাদেশের জন্য। এসএ গেমস ফুটবলে জেমি ডে’র দল পেয়েছে কাঙ্খিত জয়। শ্রীলঙ্কার বিপক্ষে জয়টা ১–০ গোলে। জয়সূচক গোল ওই মাহবুবুর রহমান সুফিলেরই।
আজকের বাজার/লুৎফর রহমান