প্রয়াত সাংবাদিক এহতেশাম হায়দার চৌধুরীর সহধর্মিনী সুফিয়া হায়দার চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইল্লাহি রাজিউন)। তিনি সোমবার রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
সুফিয়া হায়দার চৌধুরীর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। আজ পৃথক শোকবার্তায় তারা মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান