নিজের ফাউন্ডেশনকে সমর্থন দেয়ায় হিলারি ক্লিনটনকে ধন্যবাদ জানিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি ।
ঙ্গলবার টুইটারে সাবেক ফাস্ট লেডি ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান ‘বুম বুম’। পাল্টা ধন্যবাদ জানিয়েছেন হিলারিও।
টুইটারে আফ্রিদি লিখেছেন, ‘হিলারি ক্লিনটন আপনার মানবতা এবং শুভেচ্ছার জন্য ধন্যবাদ।’
‘শহিদ আফ্রিদি ফাউন্ডেশনকে’ সমর্থন ও শুভেচ্ছা জানানো হিলারির ১১ সেকেন্ডের একটি ভিডিও টুইটারে আপ করেন পাকিস্তানি লিজেন্ড।
আফ্রিদির ধন্যবাদের পাল্টা দিয়েছেন হিলারিও। ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আপনার সুন্দর মেসেজের জন্য ধন্যবাদ। সেই সঙ্গে আপনার এবং আমার বন্ধুদেরও। আমি আপনার সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করছি।’
সুবিধাবঞ্চিত ও দুর্যোগ কবলিতদের সহায়তায় কাজ করে ‘দ্য শহিদ আফ্রিদি ফাউন্ডেশন’।
আরজেড/