সুবিধা বঞ্চিতদের পাশে আইডিএলসি

‘যেখানে মানবতার শুরু, সেখানেই দুঃসময়ের শেষ’ স্লোগান ধারণ করে ভিন্নধর্মী প্ল্যাটফর্ম ‘খুশির খেয়া’ নিয়ে সুবিধা বঞ্চিত মানুষের পাশে এসে দাঁড়িয়েছে দেশের সর্ববৃহৎ নন-ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইন্সটিটিউট আইডিএলসি।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, বরাবরই সমাজও মানুষের উন্নয়নের জন্য কাজ এবং মানুষের পাশে থেকে তাদেরঅর্থনৈতিক স্বাধীনতা সুনিশ্চিত করতে নিরলস শ্রম দিয়ে আসছে আইডিএলসি। এরই ধারাবাহিকতায় এবার প্রতিষ্ঠানটি নিয়েছে এক ভিন্নধর্মী একপদক্ষেপ। দেশ জুড়ে সুবিধা বঞ্চিত মানুষদেরকে সাহায্য করতে প্রতিষ্ঠানটি নিয়ে এসেছে ব্যতিক্রমী ও অভিনব প্ল্যাটফর্ম– ‘খুশিরখেয়া’।

এ আয়োজনের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে স্বাস্থ্য, শিক্ষা, চিকিৎসা ওপরিবেশ সংরক্ষণ বিষয়ক কর্মসূচীতে সহায়তা করা হবে। দেশের তরুণ সমাজের মাঝে মানবিকতা বোধ ছড়িয়ে দিতে এ আয়োজনের মাধ্যমে বিভিন্ন সামাজিক উন্নয়নের কাজে তরুণদের অংশগ্রহণের সুযোগ করে দিচ্ছে আইডিএলসি।

www.idlc.com/khushirkheya এ সাইটে গিয়ে তরুণরা আইডিএলসি আয়োজিত যেকোনো সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবে।

আইডিএলসির সিইও ও ব্যবস্থাপনা পরিচালত আরিফ খান বলেন, আমরা বিশ্বাস করি, দেশের আর্থ সামাজিক উন্নয়নে ভূমিকা রাখা আমাদের দায়িত্ব। সে দায়িত্ববোধ আর মানুষের পাশে দাঁড়ানোর দৃঢ় প্রতিজ্ঞা থেকেই আমরা এ পদক্ষেপ নিয়েছি। তরুণ সমাজ এদেশের ভবিষ্যৎ। সম্ভাবনাময় তরুণদেরকে মানবসেবায় উদ্বুদ্ধ করা এ আয়োজনের আরেকটি উদ্দেশ্য।

দেশের তরুণ সমাজকে আমরা এই উদ্যোগের মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

আজকের বাজার: আরআর/ ১০ অক্টোবর ২০১৭