প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর এসএসএফের কয়েক সদস্যের ‘হামলার চক্রান্ত’ এবং আইএসআইয়ের সঙ্গে খালেদা জিয়ার ‘যোগাযোগ’ কল্পকথা বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘সুবীর ভৌমিক গাঁজাখুরি গল্প সাজিয়ে তারপর সেটিকে বিভিন্ন মিডিয়ায় রিসাইকেল করে বাংলাদেশের রাষ্ট্র ও নিরাপত্তাসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে ভেঙে ফেলতে চাচ্ছে।”
২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী আহমেদ।
মায়ানমারের অনলাইন সংবাদ মাধ্যম মিজিমা নিউজে সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর হামলার পরিকল্পনার বর্ণনা দিয়ে সুবীর ভৌমিকের একটি প্রতিবেদন ছাপা হয়, যা পরে ভারতের সংবাদ মাধ্যমে প্রচার ও প্রকাশ হয়। তার সূত্র ধরে বাংলাদেশের কয়েকটি সংবাদ মাধ্যমেও বিষয়টি আসে।
এরপর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গত রোববার এক সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে এই ধরনের খবর ‘ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে উড়িয়ে দেওয়া হয়।
রিজভী বলেন, ‘সুবীর ভৌমিক গাঁজাখুরি মিথ্যা গল্প সাজিয়ে তারপর সেটিকে বিভিন্ন মিডিয়ায় রিসাইকেল করে বাংলাদেশের রাষ্ট্র ও নিরাপত্তাসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে ভেঙে ফেলতে চাচ্ছে।’ মিয়ানমার থেকে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ত্রাণ তৎপরতা চলার মধ্যে এসএসএফ ও সশস্ত্র বাহিনীকে নিয়ে এই ধরনের প্রতিবেদন উদ্দেশ্যমূলক।
রিজভী বলেন, ‘এটা বুঝতে কারও কষ্ট হয় না, এর জন্য কাউকে ব্যারিস্টারিও পাস করতে হয় না, বিশ্ববিদ্যালয়ে উচ্চতর ডিগ্রিও নিতে হয় না- রোহিঙ্গাদের প্রশ্নে বাংলাদেশের জনগণের যে সহানুভূতি, তা সুবীর ভৌমিকরা মেনে নিতে পারছেন না।”
বিবিসিতে কাজ করে আসা সুবীর ভৌমিক বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে বিভিন্ন সময় প্রশ্ন তুলেছেন বলে অভিযোগ করেন রিজভী। তিনি বলেন, ‘সুবীর ভৌমিক যেহেতু বিদেশি নাগরিক, সেহেতু তিনি বাংলাদেশের আদালতের আওতায় পড়বেন না। সেজন্য অবাধে নিজ দেশ থেকে আঞ্চলিক বিভিন্ন গণমাধ্যমে ‘ঠাকুরমার ঝুলির’ বানানো গল্প রচনা করে সেটি অপপচার করছেন।’
প্রধানমন্ত্রীর আনুকূল্য পেতে এদেশের কিছু সাংবাদিকও সুবীর ভৌমিকের ‘মিথ্যাচার’ বাজারজাত করছেন এমন অভিযোগ করে রিজভী বলেন, ‘সুবীর ভৌমিক ও তাদের এদেশীয় দোসরদের মূল টার্গেট হচ্ছে বিএনপি ও জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে বিষোদগার অব্যাহত রেখে জনগণের মধ্যে একটি বিরূপ ভাবমূর্তি তৈরি করা।’
সুবীর ভৌমিকের বাংলাদেশে যাতায়াতের বিষয়ে প্রশ্ন তুলে রিজভী বলেন, ‘এ দেশের বিরুদ্ধে কাজ করা সুবীর ভৌমিক কীভাবে অবাধ বাংলাদেশে যাতায়াত করছেন; স্থানীয় কিছু মানুষকে নিয়ে টিম গঠন করে বাংলাদেশ ও বিএনপিবিরোধী অভিযানে লিপ্ত থাকেন?’
যারা কারবালার শোকাবহ ঘ্টনার জন্য শোক প্রকাশ করতে চান তারা অপাত্রে রক্ত অপচয় না করে রোগিদের জন্য হাসপাতালে রক্ত দান করলে অনেক সাওয়াবের অধিকারী হবেন বলেও ইরানি আলেম সমাজ মনে করেন।
আজকের বাজার : এলকে/এলকে ২৮ সেপ্টেম্বর ২০১৭