বর্ষীয়ান রাজনীতিবিদ সুরঞ্জিত সেনগুপ্ত ও জাতীয় নেতা শহীদ এ এইচ এম কামরুজ্জামানের সহধর্মিনী জাহানারা জামানের মৃত্যুতে শোক প্রকাশ করেছে মন্ত্রিসভা। সচিবালয়ে সোমবার (৬ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ শোক প্রকাশ করা হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
বৈঠকের শুরুতে মন্ত্রিসভা দু’জন বিশিষ্ট ব্যক্তির মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করেছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, অভিজ্ঞ পার্লামেন্টিরিয়ান, দশম জাতীয় সংসদের সদস্য এবং আইন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক মন্ত্রী, বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে মন্ত্রিসভা শোক প্রস্তাব গ্রহণ করেছে।’
তিনি বলেন, ‘এছাড়া জাতীয় চার নেতার একজন এ এইচ এম কামারুজ্জামানের স্ত্রী জাহানারা জামানের মৃত্যুতেও মন্ত্রিসভা শোক প্রস্তাব গ্রহণ করেছে।’
দেশের প্রথম সংবিধান প্রণয়ন কমিটির সদস্য সুরঞ্জিত সেন ৫ ফেব্রুয়ারি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অপরদিকে জাহানারা জামান রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকার গুলশানের নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেছেন।
সুত্র: thereport24