সুরমা-কুশিয়ারা ছাড়া দেশের সব নদ ও নদীর পানি কমছে। প্রধান সব নদ ও নদীর পানি সমতল বিপদসীমার নিচ প্রবাহিত হচ্ছে। পর্যবেক্ষণাধীন ১০১ টি পানি সমতল ষ্টেশনের মধ্যে বৃদ্ধি পেয়েছে ১৭ টি,কমেছে ৮০ টি এবং অপরিবর্তিত রয়েছে ৪ টির।