ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাভেদ জারিফ কুদস বাহিনীর কমান্ডার কাশেম সুলাইমানিকে শুক্রবার হত্যা করার কঠোর সমালোচনা করে এটিকে মারাত্মক উস্কানিমূলক কর্মকান্ড হিসেবে অভিহিত করেছেন। এ ব্যাপারে তিনি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়ে বলেন, ওয়াশিংটনকে এর পরিণতির দায় বহন করতে হবে। খবর এএফপি’র।
মোহাম্মাদ জাভেদ জারিফ টুইটারে দেয়া এক বার্তায় বলেন, ‘যুক্তরাষ্ট্রের কর্মকান্ড আন্তর্জাতিক সন্ত্রাসবাদ। পরিকল্পিতভাবে জেনারেল সুলাইমানিকে হত্যা করা মারাত্মক উস্কানিমূলক এবং একেবারে বোকামি।’
তিনি আরো বলেন, ‘যুক্তরাষ্ট্রের অতিসাহসিক কর্মকান্ডের সার্বিক পরিণতির দায় ওয়াশিংটনকে বহন করতে হবে।’