সুশাসন ছাড়া উন্নয়ন অর্থহীন বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।
বুধবার (৬ জুন) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মওদুদ বলেন, সুশাসন ছাড়া উন্নয়ন অর্থহীন। সরকার বেগম খালেদা জিয়াকে মিথ্যা ও বানোয়াট মামলা দিয়ে পাঁচ বছরের সাজা দিয়েছেন। জামিন একজন মানুষের মৌলিক অধিকার। এই সরকার তার জামিন বিলম্বিত করবে, কিন্তু তিনি মুক্তি পাবেন।
তিনি আরও বলেন, আগামী নির্বাচনে খালেদা জিয়ার নেতৃত্বে আমরা নির্বাচনে অংশগ্রহণ করবো। সেই নির্বাচন সুষ্ঠু হলে বিএনপিই জয় লাভ করবে।
আরজেড/