দেশের সুশীল সমাজের কড়া সমালোচনা করে প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, ‘আমাদের সুশীলদের মধ্যে একটি শ্রেণি আছে তাদের কাজ সারা দুনিয়া ঘুরে বেড়ানো। দেশে এসে তাদের আর কোনো কাজ নেই। তারা এনজিও করে, সেমিনার করে, বক্তব্য দিয়ে বেড়ায়। এই এনজিও সেমিনার কার পয়সায় চলে? বিদেশিদের। এটা তাদের ব্যবসা। তারা হচ্ছে বিদেশিদের গোলাম। সমালোচনা না করলে তারা বিদেশ থেকে টাকা আনতে পারবে না। তাদের আয় বন্ধ হয়ে যাবে।’
২৩ অক্টোবর সোমবার বিকালে রাজধানীতে একটি সেমিনারে তিনি এসব কথা বলেন। ‘রাজনীতির সত্য-মিথ্যা ও পদ্মা সেতুর অভিজ্ঞতা’ বিষয়ক এই সেমিনারের আয়োজন করে সুচিন্তা ফাউন্ডেশন।
নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করলে অর্থনীতিতে চাপ পড়বে বলে যারা মন্তব্য করেছিলেন তাদের সমালোচনা করে জয় বলেন, ‘যারা অক্সফোর্ডে পড়াশোনা করেছে, যারা ভালো করে বাংলা উচ্চারণ করতে পারে না তারা বলে এতে অর্থনীতিতে চাপ পড়বে। এটা কীভাবে বলে তারা?’
আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে জানিয়ে জয় বলেন, ‘বিশ্বে আমাদের অর্থনীতি এখন ৩৩তম। কারণ আমরা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। একের পর এক ষড়যন্ত্র মোকাবেলা করছি। ষড়যন্ত্র কখনো শেষ হয় না। এটা রাজনীতির বাস্তবতা।
সুশীলদের উচ্চাভিলাসের সমালোচনা করে প্রধানমন্ত্রীর ছেলে বলেন, ‘সুশীলদের একটা রূপ আছে, তারা মনে করে আমরা তো উচ্চ শিক্ষিত, ইংরেজি বলি, বিদেশিদের সঙ্গে খাতির, এত টাকা-পয়সা বানিয়েছি এখন দরকার ক্ষমতা। কিন্তু মানুষের ভালোবাসা ছাড়া ক্ষমতায় আসা যায় না।’
সুচিন্তা ফাউন্ডেশনকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘পঁচাত্তরের পর থেকে যে অপপ্রচার এটা কিন্তু আগে মোকাবেলা হতো না। আমরা একটু লাজুক ছিলাম। এখন মিথ্যার মোকাবেলার জন্যই আমাদের জোর গলায় সত্যকে তুলে ধরতে হবে।’
জয় বলেন, ‘এমনও দেখেছি, নামকরা পত্রিকার এডিটোরিয়ালে লিখেছে আওয়ামী লীগ করেছে, কিন্তু এটা এত বলার কী দরকার। এর কারণ হলো তারা জানে আওয়ামী লীগ বলতে থাকলে তাদের কথা আর কেউ বিশ্বাস করবে না।’
উপস্থিত সবার উদ্দেশ্যে জয় বলেন, ‘নিজের দেশের ওপর আত্মবিশ্বাস কোনোদিন হারাবেন না। বিদেশিদের সার্টিফিকেট ছাড়া আমরা চলতে পারি। আমরা ভালোই চলি। আমরা তাদের সমান সমান। আমরা কাউকে পরোয়া করি না।’
জয় আরও বলেন, ‘কী সত্য কী মিথ্যা সেটা বুঝতে আমাদের বিদেশিদের সার্টিফিকেটের প্রয়োজন হয় না। সত্য মিথ্যার যাচাই আমরাই করতে পারি। আত্মবিশ্বাস না থাকলে বিদেশির কাছে হাত পেতে থাকতে হয়।’
আজকের বাজার:এলকে/এলকে ২৩ অক্টোবর ২০১৭