সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
রাজধানীর সোনারগাঁও হোটেলে ২২ অক্টোবর রোববার রাত ৮টায় বৈঠকটি শুরু হয়। বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন ইস্যুতে কথা হবে বলে জানা গেছে।
বৈঠকে খালেদা জিয়ার সঙ্গে বিএনপি প্রতিনিধি দলে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ উপস্থিত রয়েছেন।
সর্বশেষ ২০১৪ সালের ২৭ জুন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের মধ্যে সোনারগাঁও হোটেলে বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। এর আগে ২০১২ সালে ভারত সফরকালে সুষমা স্বরাজের সঙ্গে তার সরকারি বাসভবনে বৈঠক করেন খালেদা জিয়া।
আজকের বাজার:এলকে/এলকে ২২ অক্টোবর ২০১৭