ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের মৃত্যুতে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
সুষমা স্বরাজ মঙ্গলবার (৬ আগস্ট) নয়াদিল্লীর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।
এক শোকবাণীতে স্পিকার বলেন, সুষমা স্বরাজ বাংলাদেশের শুভাকাঙ্খী ছিলেন। তাঁর মৃত্যুতে বাংলাদেশ একজন বন্ধু হারালো।
স্পিকার সুষমা স্বরাজের বিদেহী আত্মার শান্তি কামনা ও শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এছাড়াও সুষমা স্বরাজের মৃত্যুতে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এমপি এবং চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি গভীর শোক প্রকাশ করেছেন।
আজকের বাজার/লুৎফর রহমান