সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছে: ইসি

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে সুষ্ঠভাবে ভোট গ্রহণ চলচে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী।

মঙ্গলবার (১৫ মে) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন মনিটরিং সেল পরিদর্শন শেষে তিনি একথা জানান।

তিনি বলেন, বিএনপির করা অভিযোগ সুনির্দিষ্ট নয় এবং দুয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সব কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছে। এভাবে শান্তপূর্ণ ভোট বিকেল ৪টা পর্যন্ত চলবে বলে আশা করি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, একটি কেন্দ্র বন্ধ হয়েছে। এটি বিচ্ছিন্ন ঘটনা।

ইসির মনিটরিং সেল থেকে জানা যায়, ২২২ নম্বর কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ রয়েছে।

কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া হয়েছে বিএনপির এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিএনপির অভিযোগ সুনির্দিষ্ট নয়। যাদের বের করে দেওয়া হয়েছে তারা এজেন্ট কি না সেটাও দেখার বিষয়।

আজকের বাজার/ এমএইচ