সুষ্ঠু ও নিরপক্ষে নির্বাচনের জন্য সব ধরনের ব্যবস্থা নেবে ইসি

আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপক্ষে করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।

মঙ্গলবার (১৬ অক্টোবর) নির্বাচন ভবনের অডিটরিয়ামে বেলা ১১টায় আঞ্চলিক ও জেলা নির্বাচনী কর্মকর্তাদের দিকনির্দেশনামূলক সভায় অংশ নিয়ে সিইসি এই মন্তব্য করেন।

সভার উদ্বোধন শেষে নুরুল হুদা বলেন, ‘সাংবিধান অনুযায়ী অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য যা যা করা প্রয়োজন, তা আমরা করব।’

নির্বাচনী কর্মকর্তাদের পরামর্শ দিয়ে নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন পরিচালনার ক্ষেত্রে যেসব সমস্যা আছে, তা এই আলোচনা সভায় আলোচনার করতে বলেন।

নুরুল হুদা বলেন, ‘জাতীয় নির্বাচনের সময় সমগ্র জাতি একটা আবহ তৈরি করেন। কারণ, এই নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হয়। ভোটারদের নিরাপত্তা, প্রার্থীদের আচরণবিধি মেনে চলা, সুশীল সমাজের পরামর্শ গ্রহণ করা, অন্য অংশীজনদের পরামর্শ গ্রহণ করা এবং আপনাদের বুদ্ধি-বিবেচনা কাজে লাগিয়ে প্রত্যাশিত নির্বাচনটি আপনারা জাতিকে উপহার দিবেন।

আজকের বাজার/এমএইচ