সুষ্ঠু নির্বাচনে বাধা সুবিধাবাদী রাজনৈতিক সংস্কৃতি: সাখাওয়াত

সুবিধাভোগী রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরোতে পারলে দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে মননে করছেন সাবেক নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনালের এম সাখাওয়াতদ হোসেন। একই সঙ্গে তিনি নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করা, ইসি আইনের ব্যবহারের ক্ষমতা, কর্মকর্তা-কর্মচারী ও ভোটারদের উদ্বুদ্ধ করাসহ নির্বাচন কমিশনকে শক্তিশালী করার ওপর গুরুত্ব দেন।

১৬ সেপ্টেম্বর শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি কনফারেন্স লাউঞ্জে সুশাসনের জন্য নাগরিক,সুজন আয়োজিত `সুষ্ঠু নিবার্চনের জন্য সুস্পষ্ট করণীয়’বিষয়ক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন তিনি।

দেশে এখন সুবিধাভোগী রাজনৈতিক সংস্কৃতির প্রচলন হয়েছে উল্লেখ করে সাখাওয়াত হোসেন বলেন, ‘সুষ্ঠু নির্বাচন করতে হলে এটা পরিবর্তন করতে হবে।’

সুষ্ঠু নির্বাচনের জন্য ইসির নির্বাচন পরিচালনা ব্যবস্থাপনায়ও ঘাটতি দেখছেন এই সাবেক নির্বাচন কমিশনার। তিনি বলেন, ‘নির্বাচন অনুষ্ঠিত করার জন্য বাংলাদেশে ছয় লাখ কর্মকর্তা-কর্মচারী প্রয়োজন পড়ে। তাদের শুধু একবার টেলিফোন করে জানিয়ে দেয়া হয়। আরেকটি দিক হলো, নির্বাচন কমিশনে এখনো পর্যন্ত কোনো আইন হয়নি। যাকে যেভাবে সম্ভব নিয়োগ দেয়া হয়।’

নির্বাচন পরিচালনা করতে গিয়ে ইসিকে তার মনোযোগের বড় একটা অংশ নিরাপত্তার দিকে নিবিষ্ট করতে হয় জানিয়ে সাখাওয়াত হোসেন বলেন, ইসির বাজেটের ৭৫ শতাংশ ব্যয় হয় নিরাপত্তায়। একটি এলাকায় যদি ১২৬টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ থাকে তাহলে কীভাবে হয়।’

সাবেক এই নির্বাচন কমিশনার বলেন, ‘২০১৪ সালের নিবার্চনে ১৫৪ জন যখন বিনা ভোটে জয় লাভ করলেন, তখনো নিরাপত্তায় ব্যয় হয়েছিল ৩৫০ কোটি টাকা। কিন্তু ইসির কাছে নিরাপত্তায় এত ব্যয়ের পরও নিবার্চনী সহিংসতার কোনো তথ্য নেই। কাজেই সুষ্ঠু নিবার্চনের জন্য ইসিকে আরও শক্তিশালী করতে হবে।’

সুষ্ঠু ভোটার তালিকা সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন বলেও জানান সাবেক নিবার্চন কমিশনার। তবে তিনি বলেন, ‘দুনিয়াতে কোনো ভোটার তালিকা ৯৯ শতাংশ সঠিক হয় না।’

দেশে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের গুরুত্ব তুলে ধরে সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেন, ‘সেটা যদি সম্ভব না হয় তাহলে আমাদের সবকিছু ভেস্তে যাবে। তাই ইসিকে আরও শক্তিশালী হয়ে কাজ করতে হবে।’ কিন্তু আইনে ইসি অনেক শক্তিশালী হলেও বাস্তবে তা নয় বলে মন্তব্য করেন তিনি।

সুজন সভাপতি এম হাফিজ উদ্দিনের সভাপতিত্বে বৈঠকে আরো বক্তব্য রাখেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও আওয়ামী লগের নেতা আবুল হাসান চৌধুরী, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদারসহ আরো অনেকে।

আজকের বাজার : এলকে/এলকে ১৬ সেপ্টেম্বর ২০১৭