সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে নির্বাচন কমিশন: সুজন

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে নির্বাচন কমিশন ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেন সুশাসনের জন্য নাগরিক-সুজন।

মঙ্গলবার (২২ মে) ঢাকা রিপোর্টাস ইউনিটিতে সুজন আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।

খুলনা সিটি নির্বাচনকে অস্বচ্ছ  এবং ত্রুটিপূর্ণ আখ্যা দিয়ে বিশেষজ্ঞরা বলেছেন, জাতীয় নির্বাচনের ৬ মাস আগে এ ধরনের একটি নির্বাচন নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে।

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে বিজয়ী মেয়র, ওয়ার্ড কাউন্সিলর এবং সংরক্ষিত নারী কাউন্সিলরদের শিক্ষাগত যোগ্যতা, পেশা, সম্পদের হিসেব এবং মামলা সংক্রান্ত বেশ কিছু তথ্য তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে।

রির্টানিং অফিসারের তদারকির জন্য উর্ধতন একজন কর্মকর্তাকে নির্বাচন কমিশন থেকে পাঠানোকেও নজিরবিহীন বলে মন্তব্য করে সুজন।

এ সময় স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ ও কলামিস্ট আবুল মকসুদ উপস্থিত ছিলেন।তারা খুলনার নির্বাচনের অনিয়ম এবং ত্রুটি-বিচ্যুতি চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

আরজেড/