সুস্থ আছেন ফখরুল, জানালেন মির্জা ফয়সাল

সুস্থ আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এমনটাই জানিয়েছেন তার ভাই মির্জা ফয়সাল।  তিনি বলেন, মির্জা ফখরুল সুস্থ আছে, ভালো আছেন। ডাক্তারদের অবজারভেশনে এখনো হাসপাতালেই আছেন। বাকিটা পরে আবার জানাবো।

এর আগে আজ সকালে অসুস্থবোধ করায় মির্জা ফখরুলকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। মির্জা ফখরুলের ব্যক্তিগত সহকারী মো. ইউনূস বলেন, অসুস্থ বোধ করায় উনাকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে তিনি ডা. মমিনুজ্জামানের তত্ত্বাবধানে রয়েছেন। তার স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে।

 

এস/