সুস্থ আছেন মীর্জা ফখরুল, কাল বাসায় ফিরবেন

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন সুস্থ রয়েছেন। বুধবার তিনি বাসায় ফিরবেন বলে জানা গেছে।

মঙ্গলবার মির্জা ফখরুলের ঘনিষ্ঠ সাইফুল ইসলাম গণমাধ্যমকে  এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আজ সকাল সাড়ে ৯টায় স্যারের এনজিওগ্রাম করা হয়েছে। ডাক্তার বলেছেন তিনি ভালো আছেন। আশা করা যাচ্ছে কাল (বুধবার) রিলিজ দেবেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল সোমবার হঠাৎ অসুস্থ বোধ করলে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ডা. মুমিনুজ্জামানের তত্ত্বাবধানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

আরএম/