২৮ দিন পর হাসপাতাল থেকে বাড়ি নিয়ে আসা হয়েছে লতা মঙ্গেশকরকে। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসা হয় তাঁকে। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর প্রকাশ্যে আসে সুর সম্রাজ্ঞীর নতুন ছবি।
যেখানে ব্রিচ ক্যান্ডি হাসপাতালের নার্সদের সঙ্গে দেখা যায় লতা মঙ্গেশকরকে। ২৮ দিন ধরে যাঁরা সুর সম্রাজ্ঞীর সুস্থতা করেন প্রতি নিয়ত, সেই নার্সদের সঙ্গেই লতাজির ছবি প্রকাশ্যে আসে।
রবিবার নিজের টুইটার হ্যান্ডেলে ৯০ বছর বয়সি গায়িকা জানান, ”গত ২৮ দিন ধরে আমি ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি ছিলাম। আমার নিউমোনিয়া হয়েছিল।” আরও একটি টুইটে তাঁকে সুস্থ করে তোলার জন্য ব্রিচ ক্যান্ডি হাসপাতালের চিকিৎসক টিমকে ধন্যবাদ জানান লতা মঙ্গেশকর।
আজকের বাজার/লুৎফর রহমান