পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বিশেষ সাধারণ সভা,ইজিএম বিনিয়োগকারীদের সম্মতিতে সম্পন্ন হয়েছে। উক্ত ইজিএমে একজন পরিচালক ও দুই জন্য নমিনী পরিচালক হিসেবে মনোনীত হয়েছে।
৫ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১টায় ফ্যাক্টরি প্রাঙ্গণ, কোনাবাড়ী, গাজীপুরে ৬ষ্ঠ বিশেষ সাধারণ সভায় (ইজিএম) অনুষ্ঠিত হয়।
কোম্পানী সূত্রে জানা যায়, কোম্পানির পরিচালক হিসেবে মনোনীত হয়েছেন মাহমুদুল হাসান। ইউরোদেশ কনজ্যুমার প্রোডাক্টস লিমিটেড থেকে দুই জন নমিনী পরিচালক মনোনিত হয়েছেন তারা হলেন- নোমান রশিদ চৌধুরী এবং নুরুদ্দিন আহম্মেদ। এছাড়াও কোম্পানির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জাহিদুল হক-কে উক্ত পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এক্ষত্রে এমডিসহ স্বাধীন পরিচালকের পদ শূন্য রয়েছে যা পরবর্তীতে নিয়োগ দেওয়া হবে।
বিনিয়োগকারীদের উদ্দেশ্যে মাহমুদুল হাসান বলেন, পূর্বে বিভিন্ন কারণে সূহৃদের বিনিয়োগকারীদের অনেক লোকসান হয়েছে, ডিভিডেন্ড থেকে বঞ্চিত হয়েছে। এবার কোম্পানির পরিচালনা পর্ষদ পরিবর্তন হয়েছে, আমরা আশা করছি পূর্বের যে কাজগুলো হয়নি সেগুলো সম্পন্ন করবো এবং আগামীতে বিনিয়োগকারীদের জন্য ভালো কিছু করতে পারবো।
আজকের বাজার:এলকে/এলকে ৫ অক্টোবর ২০১৭