পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সুহৃদ ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর,১৮) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩১ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান ছিল ১৮ পয়সা।
৩০ সেপ্টেম্বর ২০১৮ শেষে কোম্পানির শেয়ার প্রকৃত সম্পদমূল্য (এনএভি) হয়েছে ১২ টাকা ২২ পয়সা। গত বছর একই সময়ে এনএভি ছিলো ১১টাকা ৯২ পয়সা।
সভায় আরও সিদ্ধান্ত হয় গাজীপুরের কোনাবাড়িস্থ কোম্পানির নিজস্ব ফ্যাক্টরি বিল্ডিং এর ৫ম তলায় আরো আট হাজার বর্গফুট সম্প্রসারিত করা হবে।
এছাড়াও প্রায় ৪ কোটি টাকা ব্যায়ে ১০০ কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন গ্রিন এনার্জি হিসেবে সৌর বিদ্যুৎ উৎপাদন করা হবে। এখান থেকে নিজস্ব প্রয়োজন মিটিয়ে অতিরিক্ত বিদ্যুৎ বাণিজ্যিকভাবে জাতীয় গ্রীডে যুক্ত করা হবে।