পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সুহৃদ ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিবর্তন হচ্ছে।
শনিবার ০৫ আগস্ট রাজধানীর একটি রেস্টুরেন্টে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তি অনুযায়ী সুহৃদ ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনার দায়িত্ব নিতে যাচ্ছে ইউরোদেশ কনজিউমার প্রোডাক্টস লিমিটেড। ইউরোদেশ আগে থেকেই সুহৃদ ইন্ডাস্ট্রিজের কর্পোরেট শেয়ারহোল্ডার।
ইউরোদেশের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান ও সুহৃদ ইন্ডাস্ট্রিজের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক জাহেদুল হক স্বাক্ষর করেন। এ সময় সুহৃদ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আনিস আহমেদ ও পরিচালক সৈয়দা সায়মা আকতারসহ উভয় কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চুক্তি স্বাক্ষর শেষে বর্তমান ব্যবস্থাপনা পরিচালক জাহেদুল হক বলেন, ইউরোদেশকে সুহৃদ ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হচ্ছে। শেয়ারহোল্ডারদের অনুমোদন সাপেক্ষে আইন অনুযায়ী এটি অতিদ্রুত বাস্তবায়ন করা হবে।
আজকের বাজার: আরআর/ ০৫ আগস্ট ২০১৭