সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১৫তম বার্ষিক সাধারণ সভা ( এজিএম ) এবং ৭ম বিশেষ সাধারণ সভা (ইজিএম ) ৩০ ডিসেম্বর , ২০১৯ রোজ সোমবার ‘ মেঘের ছায়া “ কনভেনশন সেন্টার , বাইমাইল , কোনাবাড়ি , গাজীপুর – এ অনুষ্ঠিত হয়েছে। উক্ত বার্ষিক সাধারণ সভায় ২০১৮- ১৯ সালের নিরীক্ষা প্রতিবেদন , পরিচালকবৃন্দের প্রতিবেদন গৃহীত হওয়ার পাশাপাশি ২০১৮- ২০১৯ সালের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড অনুমোদিত হয়েছে এবং বিশেষ সাধারণ সভায় কোম্পানির মেমোরান্ডাম অব এসোসিয়েশন – এর ধারা ৫, ৭, ১০ , এবং ১১ সংশোধনের প্রস্তাব গৃহীত হওয়ার পাশাপাশি ৫০ (পঞ্চাশ) কোটি টাকার ৫ ( পাঁচ ) কোটি রিডেমেবল , নন- কনভার্টেবল , নন- ট্রেডেবল ডিবেঞ্চার / বন্ড ছেড়ে ঋণ সংগ্রহের প্রস্তাব অনুমোদিত হয়েছে এবং প্রেফারেন্স শেয়ারের প্রস্তাবটির এজেন্ডা বাতিল হয়েছে। ফলে কোম্পানির আর কোন পেইড – আপ ক্যাপিটাল বাড়বে না।
উক্ত সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান এবং সভায় পরিচালকবৃন্দ , শেয়ারহোল্ডারবৃন্দ এবং কোম্পানি সচিব উপস্থিত ছিলেন।