সুহৃদ ইন্ডাস্ট্রিজ শেয়ার মূলধন কমাবে

শেয়ার মূলধন কমানোর সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সুহৃদ ইন্ডাস্ট্রিজ । কোম্পানিটি শেয়ার প্রতি আয় বাড়াতে ও পুঞ্জীভূত লোকসান কমানোর জন্য এ সিদ্ধান্ত নিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানি আইন ১৯৯৪ এর ধারা ৫৯ ও ৬০ অনুযায়ী ৫:৩ অর্থাৎ ১০ টাকা অভিহিত মূল্যের প্রতি ৫ শেয়ারের বিপরীতে ৩টি শেয়ার কমানো হবে। এর জন্য কোম্পানি আইন ১৯৯৪ এর ধারা ৬০ মতে উচ্চ আদালতে রিট করা হবে। উচ্চ আদালতের নির্দেশ পেলে আগামী ২৪ মে কোম্পানির বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য শেয়ার মূলধন কমানোর সিদ্ধান্তটি বিশেষ এজেন্ডা হিসেবে উপস্থাপন করা হবে। উচ্চ আদালত ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন পেলে এ সংক্রান্ত রেকর্ড ডেট জানানো হবে।

কোম্পানি আরো জানায়, শেয়ার প্রতি আয় বাড়ানোর পাশাপাশি পুঞ্জিভূত লোকসান কমাতে এমন সিদ্ধান্ত হয়েছে। ডিভিডেন্ড প্রদানের সক্ষমতা বাড়িয়ে পুঁজিবাজারে কোম্পানিটির বর্তমান শেয়ার দর সমন্বয় করা হবে।

ডিএসই’র তথ্য অনুযায়ী কোম্পানিটির বর্তমান শেয়ার সংখ্যা ৫ কোটি ২১ লাখ ৫২ হাজার ৫০০।

আরএম/