চোট সারিয়ে মাঠে ফিরেছেন বেশি দিন হয়নি৷ শুরুর দিকে কয়েকটা ম্যাচে জড়তা থাকলেও অবশেষে ছন্দে ফিরলেন লুইস সুয়ারেজ৷ উরুগুয়েন তারকার জোড়া গোলেই ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ইন্টার মিলানকে ২-১ গোলে হারাল বার্সেলোনা৷
ম্যাচের শুরুতেই গোল হজম করে হারের আতঙ্ক চেপে বসেছিল বার্সেলোনার ঘাড়ে৷ ম্যাচের ২ মিনিটের মাথায় অ্যালেক্সিস স্যাঞ্চেজের পাস থেকে বার্সেলোনার জালে বল জড়ান মার্টিনেজ৷ চ্যাম্পিয়ন্স লিগে এটিই তাঁর প্রথম গোল৷ ম্যাচের প্রথমার্ধে আর কোনও গোল হয়নি৷
দ্বিতীয়ার্ধে গোলের জন্য রীতিমতো মরিয়া দেখায় বার্সেলোনাকে৷ ৫৮ মিনিটে ভিদালের পাস থেকে বার্সাকে সমতায় ফেরান সুয়ারেজ৷ ৮৪ মিনিটে মেসির পাস থেকে গোল করে বার্সার জয় নিশ্চিত করেন সুয়ারেজ৷
আজকের বাজার/লুৎফর রহমান