মিয়ানমারের প্রধানমন্ত্রী পদমর্যাদার স্টেট কাউন্সিলর অং সান সু চির কানাডার নাগরিকত্ব আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়েছে।
মঙ্গলবার কানাডার পার্লামেন্ট সু চির সম্মানসূচক এই নাগরিকত্ব বাতিল করে। সু চিই প্রথম ব্যক্তি যার সম্মানসূচক নাগরিকত্ব বাতিল করলো কানাডা।
মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলমানদের ওপর সেনাবাহিনীর নির্যাতন ও নৃশংসতায় সু চির নীরব ভূমিকা ও পরোক্ষ মদদের প্রতিবাদে এই পদক্ষেপ নেয় কানাডা।
২০০৭ সালে সু চিকে প্রতীকী এই নাগরিকত্ব দেয় কানাডা। তবে রোহিঙ্গাদের রক্ষায় ব্যর্থতায় এবং তাদের ওপর নৃশংসতায় পরোক্ষ মদদের অভিযোগে মঙ্গলবার কানাডার পার্লামেন্টের উচ্চ কক্ষে উপস্থিত সবাই সু চির নাগরিকত্ব বাতিলের পক্ষে ভোট দেন। এর আগে গত সপ্তাহে পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্স সু চির নাগরিকত্ব বাতিলের পক্ষে রায় দেয়।
কানাডার সিনেটর রত্না অমিদভার মঙ্গলবার সিনেটে সু চির নাগরিকত্ব বাতিলের এই প্রস্তাব উত্থাপন করেন। তিনি বলেন, ‘আমাদের অবশ্যই স্বীকার করা উচিত যে, নৃশংসতা সংঘটিত হয়েছে। এটি গণহত্যা। এটিকে গণহত্যা হিসেবে অভিহিত করাই উচিত আমাদের।’
তথ্য : আল জাজিরা
আজকের বাজার/এমএইচ