মা্য়ানমারের রাখাইন রাজ্যে চলমান সহিংসতা বন্ধের দেশটির নেত্রী অং সাং সুচির প্রতি আহবান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতেরেস। তিনি বলেছেন, মায়ানমারের সংহিসতা বন্ধের শেষ সময় এখনই। দেশটির সরকার এখনও কোনো পদক্ষেপ না নিলে, পরবর্তীতে আর লাভ হবে। এই সংঘাত আর থামানো যাবে না।
এ অবস্থায় ওই এলাকার শান্তি ফিরিয়ে আনতে অং সাং সুচির শেষ সুযোগ চলে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। আন্তনিও গুতেরেস সম্প্রতি বিবিসিকে বলেন, সুচি এখনই সহিংস অভিযান বন্ধ না করলে, তাহলে পরিস্থিতি চরম বিপর্যয় ডেকে আনবে।’
আন্তনিও বলেন, আগামী মঙ্গলবার সুচি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সেটাই হবে, ভয়াবহ পরিস্থিতি বন্ধে তার জন্য শেষ সুযোগ।
গুতেরেস বলেন, সুচি যদি তার সেনাবাহিনীকে এখনই ফিরিয়ে না আনে, তবে এর পরিণত হবে ভয়াবহ। এরপর কিভাবে সহিংসতা থামবে সেটা আমার জানা নেই। রোহিঙ্গা মুসলিমদের ওপর নির্যাতন বন্ধে দেশটির ডি ফ্যাক্টো নেত্রী অং সাং সু চি-কে শেষবারের মতো সুযোগ দেয়া হলো। অন্যথায় পরিস্থিতি ভয়ংকর হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিয় গুতেরাস।
তিনি মনে করেন, বাংলাদেশে আসা সকল রোহিঙ্গাদেরই মায়ানমারের নিজ দেশে ফিরিয়ে নেওয়া উচিত।
জাতিসংঘ মহাসচিব বলেন, তিনি এখনও মনে করেন, মায়ানমারের সর্বোময় ক্ষমতা এখনও, সেনাবাহিনীর হাতেই আছে। তাদের চাপেই রাখাইনে এই অমানবিক ঘটনাগুলো ঘটছে।
রাখাইনের রোহিঙ্গা সংকটকে জাতিসংঘ ‘জাতিগত নির্মূল’ বলে আখ্যা দিয়েছে।
আজকের বাজার : এলকে/এলকে ১৭ সেপ্টেম্বর ২০১৭