সূচকের উঠানামায় চলছে লেনদেন

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দিনের শুরু থেকেই সূচকের উঠানামার মধ্যে লেনেদেন চলছে ।লেনদেনের চলছেও বেশ ধীর গতিকতে। দুই ঘন্টায় ডিএসইতে মোট লেনদেন ছাড়িয়েছে ১৩৪ কোটি ৭১ লাখ টাকা।লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানন ও মিউচু্য়াল ফান্ডগুলোর মধ্যেও বেশিরভাগ দর হারিয়েছে।

দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক (ডিএসইএক্স) ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৪ হাজার ৯৪২ পয়েন্টে। মোট লেনদেন হওয়া ৩৪৩টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর কমেছে ৯৯ টির, বেড়েছে ১৮৬টির, আর অপরিবর্তিত রয়েছে ৬১ টির।

অপরদিকে দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মোট লেনদেন ছাড়িয়েছে ৩ কোটি ৮৫ লাখ টাকা। এদিন সিএসইর সার্বিক মূল্যসূচক ৩০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ১০ পয়েন্টে। দিনেরশেষে লেনদেন হওয়া ১৬৬ টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর কমে ৬০টির,দর বাড়ে মাত্র ৭৫টির আর অপরিবর্তিত অবস্থায় থাকে ৩১টির দর।

 

 

আজকের বাজার/মিথিলা