সূচকের উত্থানে চলছে লেনদেন

ছবি : ইন্টারনেট

বৃহস্পতিবার ১৮জানুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। এদিন বেলা ১১টা ৪২ মিনিট পর্যন্ত ডিএসইতে ৯৭ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এই সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৯০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৩৪টির, কমেছে ৯২টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৪টির।

ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ১০৯ পয়েন্টে।

এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনের এই সময়ে ৩ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক (সিএএসপিআই) ৪৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৮৭৪ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নেয়া  ১১৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫১টির, কমেছে ৪৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির।

আজকের বাজার:এসএস/১৮জানুয়ারি ২০১৮