সূচকের উত্থানে চলছে লেনদেন

২৪ আগস্ট বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে। আজ লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। এদিন বেলা ১২টা পর্যন্ত ডিএসইতে ২৫৯ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার লেনদেনের দেড় ঘণ্টায় ডিএসইতে মোট ৩১৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেনে অংশ নেয়।

এর মধ্যে দর বেড়েছে ১৬৫টির, কমেছে ৮৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৪টির শেয়ার দর। এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮৬৮ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৭৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৩০৫ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে দুই হাজার ১০৩ পয়েন্টে।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন চলছে সূচকের উত্থানে। দেড় ঘণ্টায় সিএসইতে ১১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে আজ। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৩৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ২১০ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ১৭৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯২টির, কমেছে ৫৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির।

আজকের বাজার: এমএম/ ২৪ আগস্ট ২০১৭