সূচকের উত্থানে লেনদেন চলছে

সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার ৩জানুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে। লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইতে ১৪৯ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ২৯০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬৬টির, কমেছে ৬৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৭টির।

ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৯৮ পয়েন্টে।

এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এই সময়ে ৫ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক (সিএএসপিআই) ৪০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯ হাজার ৪৬২ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৩৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮৫টির, কমেছে ২৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির।

আজকের বাজার:এসএস/৩জানুয়ারি ২০১৮