সূচকের উত্থানে লেনদেন চলছে

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন চলছে মূল্য সূচকের উত্থানে। ২৭ আগস্ট রোববার লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। এদিন বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ২৩১ কোটি ১৩ লাখ টাকার শেয়ার। লেনদেনের প্রথম ঘণ্টায় ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩০৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৭৫টির, কমেছে ৭৬টির এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৫২টির।

এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ২৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৯১৫ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৩০৮ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে দুই হাজার ১১৯ পয়েন্টে।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন চলছে সূচকের উত্থানে। দেড় ঘণ্টায় সিএসইতে ১০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৮২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৩৪৩ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ১৬২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯৪টির, কমেছে ৩৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির।

আজকের বাজার: এমএম/ ২৭ আগস্ট ২০১৭