সূচকের উত্থানে লেনদেন শুরু

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার উর্ধমূখী প্রবনতায় লেনদেন শুরু হয়েছে দেশের উভয় পুঁজিবাজারে। দিনের শুরু থেকেই সবগুলো সূচকেরই অবস্থান উর্ধমূখী প্রবনতায় থেকে লেনদেন চলছে। লেনেদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠাননের দর বেড়ে লেনদেন হচ্ছে।

লেনদেনের ৩০ মিনিট পর ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক (ডিএসইএক্স) ২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৪ হাজার৯৫৫ পয়েন্টে। মোট লেনদেন হওয়া ৩৪৩টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর কমেছে ৫৭ টির, বেড়েছে ১৮৬ টির, আর অপরিবর্তিত রয়েছে ৩৫টির। এখন পর্যন্ত লেনদেন হয়েছে ৫৭ কোটি ৪১ লাখ টাকা।

অপরদিকে দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মোট লেনদেন ছাড়িয়েছে ২ কোটি ৮৩ লাখ ৩৯ হাজার টাকা। এদিন সিএসইর সার্বিক মূল্যসূচক ৩৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৯৮৮ পয়েন্টে। দিনেরশেষে লেনদেন হওয়া ৮১ টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর কমে ২৩ টির,দর বাড়ে মাত্র ৪১ টির আর অপরিবর্তিত অবস্থায় থাকে ১৭ টির দর।

 

আজকের বাজার/মিথিলা