সূচকের উত্থানে লেনদেন শেষ

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস (২৯ নভেম্বর) মঙ্গলবার সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। আজ শেয়ারবাজারের প্রধান প্রধান সূচক বেড়েছে। তবে টাকার পরিমাণে লেনদেন আগের কার্যদিবস থেকে কমেছে।

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে সাত হাজার ৬২১২ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৫৯ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৯ পয়েন্ট বেড়ে ২২০০ পয়েন্টে রয়েছে।

ডিএসইতে আজ ৩৩৪ কোটি ৩ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৮২ কোটি ৭২ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৪১৬ কোটি ৭৫ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩১৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৬৩টির, শেয়ার দর কমেছে ১৪ টির এবং ২৪০টির শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।