সূচকের উত্থানে লেনদেন শেষ

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার মূল্য সূচকের ব্যাপক উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে এদিন ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেন কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসইতে এক হাজার ১৪৪ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ২২৫ কোটি ৫৩ লাখ টাকা কম। আগের দিন এ বাজারে এক হাজার ৩৬৯ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বৃহস্পতিবার ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৪৫টির, কমেছে ১২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির শেয়ার দর।

এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৪৫ পয়েন্ট বেড়ে ৬ হাজার ১১৪ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩৪৭ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৭৮ পয়েন্টে।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৫২ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৫৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৯৮৬ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৬২টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১২৭টির, কমেছে ১০৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টি কোম্পানির শেয়ার।

আজকের বাজার:এলকে/এলকে/ ৭ সেপ্টেম্বর ২০১৭