প্তাহের শেষ কার্যদিবস বৃহম্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। একইসঙ্গে বেড়েছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং টাকার পরিমাণে লেনদেনও।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহের শেষ দিন বাজার ভালো যাওয়ায় বছরের বাকি শেষ তিন কার্যদিবস সূচকের এমন উত্থান আশা করছেন বিনিয়োগকারীরা।
দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৪১৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯৯৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫০৯ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ৩৫২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২০৪টির, দর কমেছে ৯২টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৫৬টির।
ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৩০৫ কোটি ৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ৬৫ কোটি ৬১ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ২৩৯ কোটি ৪৫ লাখ টাকার।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৯২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৪৬৪ পয়েন্টে।
দিনভর সিএসইতে হাত বদল হওয়া ২২৪টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১২৯টির, কমেছে ৬৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির দর। আজ সিএসইতে ৩৯ কোটি ৭৭ লাখ ৩ হাজার ৬৯৭ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।