সূচকের উত্থানে শুরু হলো বছর

বছরের প্রথম কার্যদিবস আজ মঙ্গলবারে সূচকের ঊর্ধমূখী প্রবনতায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের লেনদেন। মোট লেনদেনের পরিমানও বেড়েছে  দেশের উভয় পুঁজিবাজারে।

বাজার বিশ্লেষণ করে দেখা যায়, আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট লেনদেন হয় ৫৩০ কোটি ১৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। দিনশেষে ডিএসইতে প্রধান মূল্যসূচক (ডিএসইএক্স) ৭৯ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৫ হাজার ৪৬৫ পয়েন্টে। মোট লেনদেন হওয়া ৩৩১ টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বাড়ে ২৬৪ টির, কমে ৫৪ টির, আর অপরিবর্তিত থাকে ২৩টির দর।

অপরদিকে দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মোট লেনদেন ছাড়িয়েছে ২৪ কোটি ৪৮ লাখ টাকা। এদিন সিএসইর সার্বিক মূল্যসূচক ৯০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ৪৪৯ পয়েন্টে। দিনেরশেষে লেনদেন হওয়া ২৪৮ টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বাড়ে ১৯৮ টির, কমে ৩৯ টির আর অপরিবর্তিত অবস্থায় থাকে ১১ টির দর।

 

আজকের বাজার/মিথিলা