বছরের শেষ কার্যদিবসে সূচকের ঊর্ধমূখী প্রবনতায় শেষ হয়েছে উভয় পুঁজিবাজারের লেনদেন। তবে আগের দিনের চেয়ে ডিএসইতে মোট লেনদেন বাড়লেও কমেছে সিএসইতে ।
বাজার বিশ্লেষণ করে দেখা যায়, এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট লেনদেন হয় ৫৩৮ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। দিনশেষে ডিএসইতে প্রধান মূল্যসূচক (ডিএসইএক্স) ৩৬ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৫ হাজার ৩৮৫ পয়েন্টে। মোট লেনদেন হওয়া ৩৪৪ টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বাড়ে ১৮২ টির, কমে ১০৮ টির, আর অপরিবর্তিত থাকে ৫৪টির।
অপরদিকে দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মোট লেনদেন ছাড়িয়েছে ৪১ কোটি ৪৭ লাখ টাকা। এদিন সিএসইর সার্বিক মূল্যসূচক ৯০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ৪৪৯ পয়েন্টে। দিনেরশেষে লেনদেন হওয়া ২৬৩ টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বাড়ে ১৩২ টির, কমে ৯৩ টির আর অপরিবর্তিত অবস্থায় থাকে ৩৮ টির দর।
আজকের বাজার/মিথিলা